বিজ্ঞপ্তি : Title of the document ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের ১২/৮/২১ খ্রি: বৃহস্পতিবার, ১ম ধাপের অ্যাসাইনমেন্ট লিখে,সকাল ৯.৩০ ঘটিকায়, স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসে জরুরি ভিত্তিতে জমা দেয়ার জন্য বলা হলো। অধ্যক্ষ- বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ,নাটোর। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিতকরণ করা হলো। অধ্যক্ষ- বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ, বাগাতিপাড়া , নাটোর। .
ড. মুহাম্মদ ইউনূস
Chief Adviser of Bangladesh.
no image
জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
Education Adviser , Ministry of Education.
no image
আব্দুর রাজ্জাক
Upazila Education Officer , Bagatipara, Natore.
no image


প্রতিষ্ঠানের ইতিহাসঃ

কিছু শিক্ষিত তরুণ (অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, সহঃ অধ্যাপক (অবঃ) মোঃ ইউনুস আলী, সহঃ অধ্যাপক মোঃ আঃ করিম প্রমুখ) এর নেতৃত্বে বড়াল নদী বিধৌত নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার প্রাণ কেন্দ্রে ১৯৯৬ সালে ১৪ এপ্রিল কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬-১৯৯৭ সেশনে একাদশ শ্রেনীতে ১ম ব্যাচের ছাত্রী ভর্তি হয়। ক্লাশ শুর হয় বাগাতিপাড়া বালিকা বিদ্যালয়ের একটি পুরাতন ভবনে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন সার্বিক সহযোগীতা ... প্রদান করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখায়ঃ অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজ কর্ম, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসায় শিক্ষা শাখায়ঃ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান এবং বিজ্ঞান শাখায়ঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, উচ্চতর গণিত ও পরিসংখ্যান বিষয়ে পাঠদান করা হয়। অত:পর ১৯৯৭ সালে নিজস্ব জায়গায় (জমির পরিমান ১৯১.২৫ শতাংশ) কাঁচা পাকা ভবন নির্মান করে কলেজের কার্যক্রম পরিচালিত হয়। তৎকালীন সরকারের ত্রান ও পূর্ণবাসন প্রতিমন্ত্রী জনাব তালুকদার আব্দুল খালেক ১৪ সেপ্টেম্বর ৯৭ তারিখে কলেজ ভবনের উদ্ভোধন করেন। কলেজটি ১৪ এপ্রিল ২০০০ তারিখে এম,পি,ও ভুক্ত হয়। এম,পি,ও ভুক্তিতে সহযোগীতা করেন লালপুর-বাগাতিপাড়ার গণমানুষের নেতা ও সাবেক এম, পি মরহুম মমতাজ উদ্দিন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক ইউ, পি চেয়ারম্যান মরহুম আঃ কাদের মোল্লা । বর্তমান সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ কলেজের স্বপ্নদ্রষ্টা ছিলেন বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম আতিক হোসেন। বাগাতিপাড়ার আরেক কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু তালহা ১৯৯৭ সালে কলেজ ফান্ডে ৩০,০০০/=(ত্রিশ হাজার মাত্র) টাকা দান করেন। পরবর্তিতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৪ তলা ভবন নির্মান ও সরকারী অন্যান্য অনুদানের ব্যবস্থা করেন। সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল কলেজের রাস্তা নির্মানসহ উন্নয়ন কাজে অবদান রাখেন। বর্তমান সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম বকুল সুষ্ঠুভাবে কলেজ পরিচালনায় সহযোগীতা করে যাচ্ছেন। কলেজটি ২০০১-২০০২ শিক্ষা বর্ষ হতে বি,এ (পাস) ও বি.এস.এস (পাস) কোর্সের অনুমোদন লাভ করে। বি.এ (পাস) কোর্সেঃ বাংলা, ইংরেজী, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, মনোবিজ্ঞান, দর্শন এবং বি.এস.এস (পাস) কোর্সেঃ অর্থনীতি, সমাজ বিজ্ঞান, সমাজ কর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাঠদান করা হয়। বর্তমান কলেজে ১ জন অধ্যক্ষ, ১ জন উপাধ্যাক্ষ, ৯ জন সহকারী অধ্যাপক, ৩৫ জন প্রভাষক, ৫ জন প্রদর্শক, ১ জন গ্রন্থাগারিক, ১ জন সহকারী গ্রন্থাগারিক, ১ জন শরীরচর্চা শিক্ষক, ৩ জন তৃতীয় ও ১১ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী কর্মরত আছেন। উচ্চ মাধ্যমিক শ্রেনীতে নিয়মিত ৪০৭ জন এবং স্নাতক (পাস) কোর্সে নিয়মিত ২২৫ জন ছাত্রী পড়পশুনা করছে। বিভিন্ন সময়ে অনেক বরেণ্য ব্যাক্তিত্ব কলেজে অতিথি হয়ে এসেছেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। তাঁদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শাহাদত হোসেন মন্ডল, প্রফেসর আব্দুল লতিফ, বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব জনাব নিশিত কুমার পাল, ব্যানবেইজের পরিচালক জনাব ইলিয়াস আলী, এবং সাদা মনের মানুষ ও একুশের পদকপ্রাপ্ত জনাব পলান সরকার প্রমুখ।



(উপজেলা নির্বাহী অফিসার , বাগাাতিপাড়া, নাটোর)

President

01762692108



(Md. Nurul Islam)

Principal

01711261023


কর্মকর্তা/কর্মচারী

শিক্ষার্থী

Contact Information

Bagatipara Mohila Degree College

Address : Bagatipara, Natore.

Email : bmc.natore@yahoo.com

Mobile : 01711261023

Copyright © Bagatipara Mohila Degree College-2018 All rights reserved. Develop By BDONLINEIT